প্রতিষ্ঠানের ইতিহাস
১৯৯১ খ্রীঃ নারী শিক্ষার উন্নয়নের জন্য যশোর জেলার কেশবপুর উপজেলাধীন ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে টিটাবাজিতপুর ,মোমিনপুর, খোপদহি, ভান্ডারখোলা ৪টি গ্রামের মানুষের নারী শিক্ষার গুরুত্ত্ব দিয়ে অজগ্রামগুলোর সংযোগস্থল ভান্ডারখোলা বাজারের পশ্চিম পাশে ৪ গ্রামের মিলনস্থলে , গ্রামগুলির গণ্যমান্য ব্যাক্তিবর্গের আলোচনায় ও নারী শিক্ষার দাবিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য উক্ত ৪ গ্রামের লোকজন জমি, ধান, পাট, বাঁশ, নগদ অর্থ , ইট ,কাঠসহ মূল্যবান সময় দিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠানটির অবস্থান যেহেতু ৪ গ্রামের সংযোগস্থলে তাই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় টিটাবাজিতপুর ,মোমিনপুর, খোপদহি, ভান্ডারখোলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় । হাজারও মানুষের স্মৃতির সাথে মিশে আছে এই টিটাবাজিতপুর ,মোমিনপুর, খোপদহি, ভান্ডারখোলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি যার সংক্ষিপ্ত নাম টিটাবাজিতপুর এম,কে,বি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ।